ঢাবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ

7 hours ago 8

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছে তুরস্কের সাইবার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন সাঈদীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার (আইএফএসসি) প্রতিনিধি দাউদ সিসিওগলু এবং অধ্যাপক ড. রবিউল ইসলাম রবি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা তুরস্কের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণের বিষয়ে আলোচনা করেন। এসময় প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্কের সাইবার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদলের সদস্যরা এক্ষেত্রে সম্ভাব্য সব সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এমএইচএ/কেএসআর

Read Entire Article