ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বামপন্থি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় মশাল মিছিলটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বামপন্থি শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর-মলচত্বর-সূর্যসেন হল ঘুরে এফবিএস-কলাভবন হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন মিছিলকারীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে পুলিশ যেভাবে হামলা করতো, একই কায়দায় আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের ওপর যখন হামলা করা হয় পুলিশ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আজকে যখন আমরা হামলার প্রতিবাদে বিক্ষোভ করছিলাম তখন পুলিশ হামলা করে আমাদের ১৫ জনকে আহত করেছে। আমরা কোনো পুলিশি রাষ্ট্রে বসবাস করছি না।
তারা বলেন, ক্যাম্পাসে এসে আমাদের ওপর হামলা করা হলো, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলাও করেনি। আমরা অবিলম্বে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
এমএইচএ/এমএএইচ/জেআইএম