ঢাবি প্রশাসনসহ একটি অংশ শিবিরকে সমর্থন জোগাচ্ছে : আমান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনসহ একটি অংশ ইসলামী ছাত্রশিবিরকে সমর্থন জোগাচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় সব ছাত্র সংগঠনই সে কারণে ব্রিফিং করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলছে। কারণ, এখানে ‘একই জায়গায় দুই নিয়ম’ দেখা গেছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ডাকসু নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় কালবেলাকে এ কথা বলেন আমান।
আমান উল্লাহ আমান বলেন, ডাকসু বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে খ্যাত। এই ডাকসু থেকে ছাত্র নেতৃত্ব তৈরি হয়, আর ছাত্র নেতৃত্ব থেকে পরবর্তীতে জাতীয় নেতৃত্ব তৈরি হয় এবং তাদের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়। জাতি দেখেছে, ১৯৭৩ সালে দিনে-দুপুরে ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল। আজ (মঙ্গলবার) ডাকসু নির্বাচনে যে বিষয়টা আমরা লক্ষ করলাম- টিএসসির সামনে, অমর একুশে হলের সামনে শিবির সমর্থিত প্যানেলের ‘ক্রস চিহ্ন’ দেওয়া ব্যালট বেরিয়ে এসেছে এবং অনেকের হাতে সেটা দেখা গেছে। এতে করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এই নির্বাচনটাকে হয়তোবা প্রশ্নবিদ্ধ হয়েছে বলবে।
তিনি আরও বলেন, একটু আগে (টিভিতে) দেখলাম, শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভেতরে ঢুকে ভোট গণনার মধ্যে বসে আছে। অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, সে বাইরে দাঁড়িয়ে আছে, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একই জায়গায় দুই নিয়ম। আবিদ বলছে- শিবিরের ভিপি প্রার্থী ভেতরে, আমি বাইরে। এতে করে যে বিষয়টি লক্ষ করা যাচ্ছে, প্রশাসনসহ একটি অংশ আজ এই ছাত্র সংগঠনটিকে (ছাত্র শিবির) সমর্থন জোগাচ্ছে এবং তাদের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের ব্রিফিংয়ে যেটা দেখলাম, প্রায় সকলেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলছে। সর্বশেষ আমরা পর্যবেক্ষণে আছি, দেখি কী হয়। তার পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের বক্তব্য তুলে ধরবে এবং তার মধ্য দিয়ে জাতি জানবে যে, আসলেই কী হয়েছে।