ঢাবি প্রো-ভিসির সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

5 days ago 9

চীনের দ্য চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধ্যাপক ড. গ্যান ঝাংয়ের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছে। 

শনিবার (১৬ নভেম্বর) উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আয়োজিত একটি বৈঠকে তাদের এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। 

প্রতিনিধিদলে আরও ছিলেন অধ্যাপক ড. জুন লি এবং ড. ঝাও শিজেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের মধ্যে রসায়ন, পরিবেশ এবং বায়ু দূষণবিষয়ক চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। এসময় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত আরও যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়ন করার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বাংলাদেশ এবং চীনের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বৈজ্ঞানিক গবেষণার উন্নয়নে দু'প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

Read Entire Article