ঢাবি শিক্ষার্থীর ভর্তির ফি পরিশোধ করলেন ছাত্রদল নেতা শাওন

2 weeks ago 13
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনে অধ্যয়নরত এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন। আর্থিকভাবে অসচ্ছল ওই শিক্ষার্থীকে দ্বিতীয় বর্ষে ভর্তির সব টাকা পরিশোধ করেছেন এই নেতা। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের একটি বিভাগে অধ্যয়নরত ওই শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে ভর্তির শেষ সময় ছিল গতকাল রোববার (৮ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির পুরো টাকা জোগাড় করতে না পারাই ওই শিক্ষার্থীর এক সহপাঠী বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের একজন শিক্ষার্থীর দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য রোববার রাত ১২টা পর্যন্ত শেষ সময়। ভর্তির জন্য **** টাকা প্রয়োজন। কিন্তু ওই শিক্ষার্থী ধার করে **** টাকা ম্যানেজ করেছে। বাকি **** টাকা কোনোভাবেই জোগাড় করা যাচ্ছে না, কেউ যদি ওই শিক্ষার্থীর ভর্তির বাকি টাকা দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুবই উপকৃত হতো। তিনি আরও লেখেন, সহায়তার জন্য আমাকে ইনবক্সে নক করলেই হবে। ওই শিক্ষার্থীর তথ্য দিয়ে দিবো এবং **** হাজার টাকা আপনার বিকাশে দিয়ে দিবো, আপনি নিজেই তার ভর্তির টাকা অনলাইনে বিকাশের মাধ্যমে পে করে দিতে পারবেন। এই ফেসবুক পোস্টটি দেখে বিশ্ববিদ্যালয়ের আতিক শাহারিয়ার হামিম নামের এক শিক্ষার্থী ছাত্রদল নেতা শাওনকে বিষয়টি অবহিত করেন। এরপর তিনি বিকাশের মাধ্যমে পুরো ফি পরিশোধ করে দেন। সংবাদমাধ্যমকে হামিম জানান, পোস্টটি যখন ফেসবুকে আমার সামনে আসে তখন আমি শাওন ভাইকে জানাই। তারপর পোস্টকারীর সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য দিতে বলি। তথ্য পেয়ে ওই শিক্ষার্থীর সম্পূর্ণ টাকা তিনি পরিশোধ করেন। পরবর্তীতে ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা শাওন ভাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার এই উদ্যোগ একজন শিক্ষার্থীর শিক্ষার পথে আর্থিক বাধা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই মহতী উদ্যোগ শিক্ষার্থীর ভবিষ্যৎ স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা রেখেছে, যা শিক্ষার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এ বিষয়ে ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর প্রয়োজনে যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করেছি। বিষয়টি জানার পরপরই বিকাশের মাধ্যমে এই টাকা পরিশোধ করেছি। আগামীতেও এরকম শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে ছাত্রদল। এ বিষয়ে সহায়তা পাওয়া শিক্ষার্থী বলেন, ভর্তি ফির পে স্লিপ হাতে পেয়েছি। শাওন ভাই পুরো টাকাটা পরিশোধ করেছেন। এজন্য তাকে অনেক ধন্যবাদ।
Read Entire Article