ঢাবিকে সর্বজনীন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: উপাচার্য

6 days ago 14

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।

শনিবার (২৫ জানুয়ারি) কলা ভবনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সাইফুদ্দিন আহমদসহ বিভিন্ন অনিষদের ডিন ও বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পরীক্ষায় এবারের অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে উপাচার্য বলেন, এ পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পরীক্ষা। এ বছর এই ইউনিটে ১ লাখ ২৫ হাজার ৫০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এ বছর শিক্ষার্থী ও অভিভাবকদের বসার ব্যবস্থা করতে পেরেছি। এছাড়া শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের সংখ্যা বাড়ানো হয়েছে। এবার ৮০ জন স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে।

এর আগে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমএইচএ/এমআরএম/এমএস

Read Entire Article