‘অন্তরের বন্দরে যুক্তির নোঙর, বিপ্লবের দুনিয়ায় মুক্তির সায়র’ প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিবেটিং ক্লাবের দুই দিনব্যাপী (১৩ ও ১৪ জানুয়ারি) ১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ শেষ হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘সেলজুক টিম’ ও রানারআপ হয়েছে ‘সানজানাহ টিম’। আর ডিবেটার অব দ্য টুর্নামেন্ট ও ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন মিনহাজুল ইসলাম মুন।
এ বিতর্ক প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ৮টি টিম নিয়ে তিন রাউন্ডের ট্যাব রাউন্ড অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন (১৪ জানুয়ারি) ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরসি মজুমদার অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিতর্ক নির্মোহ ইতিহাসের চর্চা এবং সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিতর্কের চর্চা ও প্রসারের মাধ্যমে সমাজে সাম্য, মানবিকতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।
এতে প্রধান আলোচক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিবেটিং ক্লাবের মডারেটর নাজমা, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সভাপতি অর্পিতা গোলদার ও সেক্রেটারি আদনান মুস্তারি।
এছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ডিবেটিং সোসাইটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।