ঢাবিতে দুপক্ষের সংঘর্ষ, আহত ২

3 months ago 57

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন দুজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (৮ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এতে তৌফিকুর রহমান ও আবদুল্লাহ আল বায়জিদ নামের দুই শিক্ষার্থী আহত হন।

এদের মধ্যে তৌফিকের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে এবং ঢাবি মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। তৌফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। বায়জিদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

আহত তৌফিক বলেন, ‘ভিসি চত্বর থেকে হলে যাওয়ার সময় বাসের আড়ালে বায়জিদ নামের একজনকে আপত্তিকর অবস্থায় দেখি। এরপর তার পরিচয় জানতে চাইলে তিনি আমাকে গালাগাল করেন। পরবর্তীতে তিনি হল গেটের সামনে ইট দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।’

পাল্টা অভিযোগ করে বায়জিদ বলেন, ‘বিকেল ৪টায় আমি এবং আমার এক সহপাঠী সূর্যেসেন হলের সামনে দিয়ে যাচ্ছিলাম। সেসময় তৌফিক নামের সূর্যসেন হলের এক শিক্ষার্থী আমার পথ রোধ করেন এবং আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করেন। একপর্যায়ে তৌফিক এবং তার সহপাঠী আমাকে অকথ্যভাষায় গালি দেন এবং আমাকে হেনস্তা করার চেষ্টা করেন। পরে আমাকে ইট দিয়ে মারতে গেলে আমি আমার সহপাঠীকে নিয়ে দৌড়ে পালাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। উভয় পক্ষকেই আগামীকাল বিকেলে ডাকবো। দুই পক্ষের কথা শুনে সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

এমএইচএ/কেএসআর/জেআইএম

Read Entire Article