ঢাবিতে পথশিশুদের খাবার বিতরণ করলেন ছাত্রদলের রাজু

1 week ago 19

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাধারণ মো. রাজু আহমেদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুকে একবেলা খাবার খাওয়ানো হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এই আয়োজন করা হয়। 

এ সময় ক্যাম্পাসে থাকা পথশিশুদের পেটপুরে রান্না করা খাবার পরিবেশন করা হয়। এ আয়োজনে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পেটপুরে একবেলা খাবার পেয়ে খুশি পথশিশু আছিয়া। সে বলে, ‘আমি ক্যাম্পাসে ফুল বিক্রি করি। অনেক দিন পর পেটপুরে একবেলা খাওন পেয়েছি। খাওন অনেক মজা হয়েছে। বড় ভাইরা ডেকে এনে খাবার দিছে।’

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাধারণ মো. রাজু আহমেদ বলেন, পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছি। এটা আনন্দের, ভালো লাগছে তাদের একবেলা খাওয়াতে পেরে। পাশাপাশি জাতীয়তাবাদী সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পথশিশুরা বেশিরভাগ সময় ভালো খাবার পায় না। তাই চেয়েছি তারা যাতে একবেলা ভালো খাবার খেতে পারে। তাই তাদের নিয়ে এই আয়োজন করেছি।

Read Entire Article