ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে এখন ‘শহীদ ওসমান হাদি হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে হলের সামনে নতুন নামসংবলিত ব্যানার টাঙানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ওই রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানান অনেক শিক্ষার্থী। এ ঘটনার পর কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপন করেন। মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ এক প্রতিক্রিয়ায় বলেন, “হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। কিন্তু নানা প্রশাসনিক ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এগোয়নি। হাদী ভাইয়ের মৃত্যু আমাদের ভেতরে গভীর অনুশোচনা তৈরি করেছে। সেই দায়বোধ থেকেই আমরা হলটির নাম শহীদ শরিফ ওসমান হাদীর নামে ঘোষণা করেছি।” হল সংসদের সহ-সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহী বলেন, “আমর

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে এখন ‘শহীদ ওসমান হাদি হল’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে হলের সামনে নতুন নামসংবলিত ব্যানার টাঙানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ওই রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানান অনেক শিক্ষার্থী। এ ঘটনার পর কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপন করেন। মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ এক প্রতিক্রিয়ায় বলেন, “হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। কিন্তু নানা প্রশাসনিক ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এগোয়নি। হাদী ভাইয়ের মৃত্যু আমাদের ভেতরে গভীর অনুশোচনা তৈরি করেছে। সেই দায়বোধ থেকেই আমরা হলটির নাম শহীদ শরিফ ওসমান হাদীর নামে ঘোষণা করেছি।” হল সংসদের সহ-সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহী বলেন, “আমরা মনে করি, বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হল রাখা উচিত নয়। শিক্ষার্থীদের আবেগ ও অবস্থান থেকেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে।” তবে এই নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। হলের নাম পরিবর্তনের এই উদ্যোগ প্রশাসনিকভাবে কীভাবে বিবেচিত হবে, তা নিয়েও আলোচনা চলছে ক্যাম্পাসজুড়ে। উল্লেখ্য, শরিফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow