ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

দেশে প্রথমবারের মতো আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামজিক বিজ্ঞান অনুষদ ভবনের প্রফেসর মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন ২০২৫’ (ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস ২০২৫)। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষক, বিশ্লেষক ও গবেষকরা এতে যোগ দেবেন। পলিটিকাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন এ সভাটির আয়োজন করছে। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির রিসার্চ কমিটি-৪৮, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি এবং বাংলাদেশ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল এই সম্মেলনের কৌশলগত সহযোগী। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় সভাটির আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ৮০টির বেশি গবেষণা অ্যাবস্ট্রাক জমা পড়েছে। বিভিন্ন মহাদেশ থেকে শিক্ষক-গবেষকরা দারুণ সাড়া দিচ্ছেন এবং অংশগ্রহণ করছেন। তিনি আরও বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো- বাংলাদেশসহ যেসব দেশে গণতন্ত্র সংকটে আছে, সেসব দেশে গণতন্ত্রকে কীভাবে টেকসই করা যায় তা নিয়ে কাজ করা। গণতন্ত্

ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

দেশে প্রথমবারের মতো আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামজিক বিজ্ঞান অনুষদ ভবনের প্রফেসর মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন ২০২৫’ (ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস ২০২৫)। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষক, বিশ্লেষক ও গবেষকরা এতে যোগ দেবেন।

পলিটিকাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন এ সভাটির আয়োজন করছে। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির রিসার্চ কমিটি-৪৮, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি এবং বাংলাদেশ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল এই সম্মেলনের কৌশলগত সহযোগী।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় সভাটির আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ৮০টির বেশি গবেষণা অ্যাবস্ট্রাক জমা পড়েছে। বিভিন্ন মহাদেশ থেকে শিক্ষক-গবেষকরা দারুণ সাড়া দিচ্ছেন এবং অংশগ্রহণ করছেন।

তিনি আরও বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো- বাংলাদেশসহ যেসব দেশে গণতন্ত্র সংকটে আছে, সেসব দেশে গণতন্ত্রকে কীভাবে টেকসই করা যায় তা নিয়ে কাজ করা। গণতন্ত্র সম্পর্কে আমাদের যে ভাবনা ও গবেষণা রয়েছে, তা এই সম্মেলনে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন থিমের ওপর গবেষণা অ্যাবস্ট্রাক আহ্বান করে বিজ্ঞাপ্তি দেওয়া হয়। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অ্যাবস্ট্রাক গ্রহণ চলবে। সম্মেলনটিতে অংশগ্রহনকারী, লেখক (ছাত্র), লেখক (পেশাজীবি), লেখক (বিদেশি ছাত্র), লেখকসহ (বিদেশি পেশাজীবি) বিভিন্ন ক্যাটারিতে রেজিস্ট্রেশন করা যাবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য থেকে শুরু করে খ্যাতিনামা শিক্ষকদের সমন্বয়ে সম্মেলনটিতে জন্য একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow