ঢাবিতে ভর্তি: বিশেষ সুবিধা পাবে জুলাই শহীদ ও আহতদের পরিবার

3 months ago 14

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বিশেষ সুবিধা দেওয়া হবে।

সোমবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের সদস্য হিসেবে শহীদ ও আহতদের স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কী ধরনের সুবিধা দেওয়া হবে জানতে চাইলে প্রশাসন থেকে বলা হয়, পরবর্তী ডিনস কমিটির সভায় বিস্তারিত আলোচনার পর এসব ব্যপারে জানানো হবে।

এফএআর/এএমএ/জিকেএস

Read Entire Article