ঢাবিতে ভাইরাস রোগে আক্রান্তদের চিকিৎসা করালো ছাত্রদল

3 hours ago 8
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ভাইরাস রোগে আক্রান্ত ১০ থেকে ১২ জন শিক্ষার্থীকে চিকিৎসার ব্যবস্থা করেছে শাখা ছাত্রদল। বুধবার (৬ নভেম্বর) আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যবস্থা ও খোঁজ-খবর নেন তারা।  শাখা ছাত্রদলের ১নং সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওননের নেতৃত্ব মো. আল আমিন এর উদ্যোগে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডা. মাহমুদুল হাসান খান, ডা. সেলিম রায়হান লেমন, এসএম হলের সাংগঠনিক সম্পাদক মো. ইমন মিয়াসহ সম্পাদক তৌহিদ তাইমুম, প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, ক্রীড়া সম্পাদক সাকিব হোসেন, ইমদাদুল হক, নাজমুল, রিফাত। এ বিষয়ে ডাকসু’১৯ নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী এবং ঢাবি ছাত্রদলের ১নং সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, শিক্ষার্থীদের সকল সংকটে-সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদাই তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামীর ছাত্রদল হবে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার অগ্রসেনানী। ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি নাছির উদ্দিন শাওন বলেন, হলের শিক্ষার্থীরা ভাইরাস সংক্রমণের আক্রান্ত শুনে তাদের জন্য ডাক্তারসহ প্রয়োজনীয় ঔষধ নিয়ে রুমে রুমে যাওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের যে কোন প্রয়োজন তাদের পাশে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবা উন্নয়নকরণসহ এস এম হলের শিক্ষার্থীদের দাবি হলের এলটমেন্ট যেন নতুন করে দেয়া হয়; হলের যে সকল রুমের সমস্যা সেগুলো যেন মেরামত করা হয় সে বিষয়ে প্রভোস্ট এর সাথে কথা বলে দ্রুত সমাধান এর আশ্বাস দেয়া হয়।  
Read Entire Article