ঢাবিতে সংগীত উৎসব অনুষ্ঠিত

‘চির বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর : সুরবৈচিত্র্য ও ভাবনার প্রাসঙ্গিকতায় কাজী নজরুল ইসলাম’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দিনব্যাপী সংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মনোজ্ঞ সংগীত পরিবেশনা, গুণীজন সম্মাননা এবং স্মারক বৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উৎসব আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে ভাঙনের সুর শক্তিশালী হচ্ছে। এধরনের আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে এবং সমাজকে ঐক্যবদ্ধ করে। স্মারক বক্তৃতা প্রদানের জন্য তিনি বক্তাকে ধন্যবাদ জানান এবং উৎসবের গবেষণার অংশটি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে হবে। এসময় সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কলা অন

ঢাবিতে সংগীত উৎসব অনুষ্ঠিত

‘চির বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর : সুরবৈচিত্র্য ও ভাবনার প্রাসঙ্গিকতায় কাজী নজরুল ইসলাম’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দিনব্যাপী সংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মনোজ্ঞ সংগীত পরিবেশনা, গুণীজন সম্মাননা এবং স্মারক বৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উৎসব আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে ভাঙনের সুর শক্তিশালী হচ্ছে। এধরনের আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে এবং সমাজকে ঐক্যবদ্ধ করে। স্মারক বক্তৃতা প্রদানের জন্য তিনি বক্তাকে ধন্যবাদ জানান এবং উৎসবের গবেষণার অংশটি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে হবে।

এসময় সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এতে বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন স্মারক বক্তৃতা প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow