ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের (আইএনএফএস) ২৭তম ব্যাচের নবীনবরণ ও ২১তম ব্যাচের বিদায় সংবর্ধনা এবং ইতিহাস বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ইনস্টিটিউট মিলনায়তনে এবং ইতিহাস বিভাগের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ আইএনএফএস এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. আখতারুজ্জামান, অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং অধ্যাপক ড. শারমিন রুমি আলীম বক্তব্য দেন।
ইতিহাস বিভাগের অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বক্তব্য দেন। সহযোগী অধ্যাপক মিঠুন কুমার সাহা অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষা, গবেষণা, ক্রীড়া, সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান তুলে ধরে বলেন, গভীর আস্থা ও বিশ্বাস নিয়ে অভিভাবকরা সন্তানদের এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠান। শিক্ষার্থীরাও অনেক স্বপ্ন নিয়ে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।
তিনি বলেন, এই স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বপ্ন বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সর্বদা পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ও গবেষকবৃন্দের কাছ থেকে জ্ঞানার্জন ও দিকনির্দেশনা গ্রহণ, গ্রন্থাগার ও গবেষণাগারের যথাযথ ব্যবহার এবং ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সুযোগের সদ্ব্যবহার করে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে ২০২৩ সালের স্নাতক (সম্মান) এবং মাস্টার্স পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমস্থান অর্জনকারী রুপম রুদ্দোর, দ্বিতীয়স্থান অর্জনকারী শিউলি মোল্লা এবং যুগ্মভাবে তৃতীয়স্থান অর্জনকারী বুশরা বিনতে আলম ও মো. রহিম মিয়া। মাস্টার্স শ্রেণিতে তিনটি গ্রুপে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন- ফারজানা পারভিন, পুজা দাস এবং সুরাইয়া ইয়াসমিন সূচনা।
এছাড়া, অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনে সফলতা অর্জনের জন্য বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন-২০২১ সালে টোকিও অলিম্পিক গেমস্-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জাতীয় আর্চারি দলের খেলোয়াড় দিয়া সিদ্দিকী এবং সপ্তম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ অংশগ্রহণকারী জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় নিলুফা ইয়াসমিন নিলা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এমএইচএ/এমআরএম/জিকেএস