ঢাবির আবাসন সুবিধা পেতে আগ্রহী ছাত্রীদের আবেদনের আহ্বান

13 hours ago 6

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের মধ্যে যারা হলে আবাসন সুবিধা পেতে ইচ্ছুক, তাদের নিজ নিজ হলে আবেদন করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রীদের আবাসনসংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে এ নির্দেশ প্রদান করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে যারা হলে আবাসন সুবিধা পেতে ইচ্ছুক, তাদের নিজ নিজ হলে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। হলে ছাত্রীদের আবাসনসংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে এই নির্দেশ প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, এই আবেদন সিট বরাদ্দ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এর একমাত্র উদ্দেশ্য হলো- একটি প্রশাসনিক এবং কাঠামোগত উপায়ে হলে সিট বরাদ্দের প্রয়োজন মূল্যায়ন করা।

Read Entire Article