ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। এই মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন।
রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের বিপরীতে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠের প্রাচীরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় তারা।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ আহমেদ কালবেলাকে বলেন, রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের দেওয়াল ঘেঁষে একটি ছোট নবজাতকের লাশ পাওয়া গেছে। লাশটি একটি ছেঁড়া কাপড় দিয়ে মোড়ানোর পর একটি পাটের ব্যাগের মধ্যে ভরে ফেলে রাখা ছিল। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।