ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগে ভর্তির সুযোগ

2 hours ago 6

নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শূন্য আসনে ভর্তিচ্ছুদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। 

এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫/দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর থাকতে হবে এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০/দ্বিতীয় বিভাগ থাকতে হবে। 

এতে আরও বলা হয়, থিয়েটার/সংগীত/নৃত্য/আবৃত্তি/চারুকলা/অডিও-ভিজ্যুয়ালসহ প্রভৃতি পরিবেশনাকলায় অধ্যয়ন অথবা ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাস্টার্স ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। আগ্রহী প্রার্থীদের ১৫ মার্চ  ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমাদান করতে হবে।

ভর্তির তথ্য ও ভর্তির আবেদন ফরম বিভাগের ওয়েবসাইট du.ac.bd/body/tmu অথবা বিভাগের অফিস থেকে সংগ্রহ করা যাবে। ভর্তির আবেদন ফরম সরাসরি অফিস চলাকালীন জমাদান করতে হবে। ভর্তির আবেদন ফরমের মূল্য ৩০০০/- (তিন হাজার) টাকা।

যোগাযোগ : 01631570808, 01719607744
নিম্নের লিংক হতে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে :
https://drive.google.com/file/d/1rcEVO1Er1jPtnqFKTwu-4efSBtb2jsd7/view?usp=drive_link
du.ac.bd

 

Read Entire Article