ঢাবির পুকুরে মাছের পোনা ছাড়লেন ছাত্রদল নেতা

2 months ago 6

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন ঢাবি ছাত্রদল নেতা আরিফুল ইসলাম। তিনি ঢাবি শাখা ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক।

মঙ্গলবার (২৪ জুন) জগন্নাথ হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে প্রায় ছয় হাজার রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল ও পুঁটি মাছের পোনা ছাড়া হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক রাশেদ, সহসাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ ফরহাদ প্রমুখ।

আরিফুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শুধু আবাসন বা পাঠচর্চার স্থান নয়, এটি আমাদের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই, এই পরিবেশ আরও প্রাণবন্ত হোক। পুকুরে মাছের পোনা ছাড়ার মাধ্যমে আমরা শুধু প্রাকৃতিক ভারসাম্যই ফিরিয়ে আনছি না, বরং ভবিষ্যতে শিক্ষার্থীদের পুষ্টির উৎসও তৈরি করছি।

তিনি বলেন, মাছ চাষের এমন উদ্যোগ শুধু পরিবেশবান্ধবই নয়, এটি শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিতভাবে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। আরিফুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

Read Entire Article