ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এই প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য তিনি শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্টমেকিং বিভাগের অনারারি অধ্যাপক সৈয়দ আবুল বার্ক আলভী, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক এবং ‘শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ সংগ্রহশালা’র প্রতিষ্ঠাতা শিল্পী আহমেদ নাজির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন বিভাগীয় চেয়ারপারসন সহযোগী অধ্যাপক আসমিতা আলম শাম্মী। এ ছাড়া প্রদর্শনীর বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আনিসুজ্জামান।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের শিল্পচর্চায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক আরও উন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ৫০ জন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। এতে ২০২৩ ও ২০২৪ সালের বাছাইকৃত কাঠখোদাই, এচিং, একুয়াটিন্ট, ড্রাই পয়েন্ট, লিথোগ্রাফি, পেন্সিল স্কেচ, জলরঙ, ডিজাইনসহ বিভিন্ন মাধ্যম ও নিরীক্ষাধর্মী ১৮০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এরমধ্যে পুরস্কারের জন্য মনোনীত হয় ১৬টি শিল্পকর্ম। প্রদর্শনী ৫-৯ জানুয়ারি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।