ঢাবির ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

1 month ago 32

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশের ফুটপাত থেকে ১ দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদ জানান, আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে ফুটপাত থেকে একটি কালো কাপড় দিয়ে প্যাঁচানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কে বা কারা নবজাতকটি ফেলে রেখে যায়। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে। নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমএইচআর

Read Entire Article