ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ সিদ্ধান্তের অনুমোদন দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কলা অনুষদের ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার সিএমএম আদালতে অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর বিরুদ্ধে একটি মামলার তদন্ত চলমান রয়েছে—এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসায় বিশ্ববিদ্যালয় আইনি মতামত নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।  এর আগে রোববার (১১ জানুয়ারি) ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের নেতৃত্বে একদল শিক্ষার্থী অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর বিভাগীয় পদ থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কলা অনুষদের ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকার সিএমএম আদালতে অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর বিরুদ্ধে একটি মামলার তদন্ত চলমান রয়েছে—এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসায় বিশ্ববিদ্যালয় আইনি মতামত নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

এর আগে রোববার (১১ জানুয়ারি) ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের নেতৃত্বে একদল শিক্ষার্থী অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর বিভাগীয় পদ থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow