ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে প্রফেশনাল মাস্টার্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

2 months ago 30
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস্ প্রোগ্রামের ৩য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ২য় তলার শিক্ষক লাউঞ্জে এই প্রোগ্রামের আয়োজন করে বিভাগটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির ও প্রক্টর সাইফুদ্দীন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ সময়ের প্রয়োজন বা চাহিদায় প্রতিষ্ঠিত হয়েছে। যে সময়ে এটির সৃষ্টি হয়েছে সেসময়ের তুলনায় বর্তমানে এর প্রয়োজনীয়তা আরও বহুগুণে বেশি।  তিনি আরও বলেন, সমাজে মানুষে মানুষে মিল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সংঘাত ব্যবস্থাপনায় এই বিভাগের কার্যক্রম, গবেষণা ও শিক্ষার প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় ও বৈশ্বিক যে কোনো ধরনের জটিল পরিস্থিতি মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠার কাজই এই বিভাগের উদ্দেশ্য। এজন্য তিনি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস্ প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গুরুত্ব সহকারে অধ্যয়ন ও গবেষণার প্রতি গুরত্বারোপ করেন। ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী বলেন, বিভাগের এই প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস প্রোগ্রাম শান্তি, সংঘাত ব্যবস্থাপনা এবং মানবাধিকারের বিভিন্ন দিক সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের একটি বিশেষ সুযোগ তৈরি করেছে। এই প্রোগ্রামের লক্ষ্য হলো প্রাসঙ্গিক পেশাজীবীদের মানবিক মূল্যবোধ ও দক্ষতাকে আরও উপযোগী করে তোলা এবং তা কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আপনারা আমাদের দেশ এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।  অনুষ্ঠানে অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এসময় বিভাগের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Read Entire Article