ঢাবির সাবেক অধ্যাপক জামাল উদ্দিন আর নেই, উপাচার্যের শোক প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ মৃত্যু বরণ করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মময় জীবনে অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হলের প্রভোস্টসহ বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেন।

ঢাবির সাবেক অধ্যাপক জামাল উদ্দিন আর নেই, উপাচার্যের শোক প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মময় জীবনে অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হলের প্রভোস্টসহ বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow