ঢাবির ৫ ছাত্রী হলে ছাত্রশিবির প্যানেলের প্রজেকশন মিটিং
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র প্রজেকশন মিটিংয়ে হলের আবাসিক নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এসব মিটিংয়ে নারী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও বিষয় তুলে ধরেন। ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে ও পদ্ধতিমাফিক নারী শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করার আশ্বাস দেন। এসময় নেতারা নারী শিক্ষার্থীদের থেকে তাদের চাহিদা ও দাবিগুলো লিখিতকারে সংগ্রহ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
এসব প্রজেকশন মিটিংয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী শিক্ষার্থীদের প্রতি প্যানেলের আহ্বান ছিল তারা যেন তাদের মতামত নিঃসংকোচে, বিনা দ্বিধায় প্রকাশ করেন এবং প্রশ্ন করেন, নারী শিক্ষার্থীরাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ বিষয়ে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের স্নাতক চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট- প্যানেলের ইশতেহারগুলো দেখেই মূলত আমি তাদের প্রজেকশন মিটিংয়ে যাই। ওনারা কীভাবে তাদের ইশতেহার বাস্তবায়ন করবেন এবং নারী শিক্ষার্থীদের লেন্স থেকে ক্যাম্পাস কেমন হওয়া উচিত সেটা জানতে চান। শিক্ষার্থীরা তা জানিয়েছে। তাদের অ্যাপ্রোচ দেখে মনে হলো ভালো কিছু হবে।’
এ বিষয়ে প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, ‘আমরা চেষ্টা করেছি, আমাদের প্যানেলটিকে ইনক্লুসিভ করার এবং সেটা হয়েছেও। আমরা নারী শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের বক্তব্য শুনছি, তারা কী রকম ক্যাম্পাস প্রত্যাশা করছে, সেটা জানছি। নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে সচেষ্ট হবো।’
প্যানেলের জিএস ক্যান্ডিডেট এস এম ফরহাদ বলেন, ‘আমরা শুরু থেকেই কনফিডেন্ট ছিলাম, যতই সিন্ডিকেটেড অপপ্রচার চলুক না কেন আমরা আমাদের বোনদের সমর্থন সবচেয়ে বেশি পাব। আমাদের প্রজেকশন মিটিংগুলোতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রশ্ন, কনসার্ন, জিজ্ঞাসা, লিখিত ও মৌখিক পর্যালোচনা এবং সামগ্রিক সহযোগিতা বোনদের পূর্ণ সমর্থনের ব্যাপারে আমাদের আত্মবিশ্বাসী করেছে। আমরা বিশ্বাস করি, আমাদের বোনরাই আমাদের সঠিক পথ দেখাতে নেতৃত্ব দেবে।’
বোরবার (৭ সেপ্টেম্বর) নির্বাচনী প্রচারণার শেষ দিনে রোকেয়া হলে সন্ধ্যায় সর্বশেষ প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বুধবার (৩ সেপ্টেম্বর) শামসুন্নাহার হল, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল ও শনিবার (৫ সেপ্টেম্বর) কবি সুফিয়া কামাল হলে প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয়।