ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে মারা যাওয়া তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর নগরসহ (জাবি) গণপিটুনিতে সারা দেশের ৪৪টি মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাছরিন ও অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান শাহিন এ রিট করেন।
রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট ৪০ জনকে বিবাদী করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর দায়ের করা রিটের বিষয়টি সোমবার (৩০ সেপ্টেম্বর) জাগো নিউজকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান শাহিন নিজে।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ৪৪ জনের মতো গণপিটুনির শিকার হয়েছেন। সব গণপিটুনির ঘটনা বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছি আমরা।
এফএইচ/এমএইচআর