ঢামেক পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাতপরিচয় দুইজনের মরদেহ উদ্ধার

2 months ago 7

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) পেছনে পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আয়ুব আলীর সহায়তায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) পেছনে পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করি।

তিনি আরও জানান, তাদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কাজী আল-আমিন/এএমএ/এমএস

Read Entire Article