ঢামেক হাসপাতালের বাথরুমে নবজাতকের মরদেহ

2 weeks ago 16

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুমে থেকে একদিন বয়সী নবজাতকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে।

তিনি জানান, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুবের মাধ্যমে খবর পেয়ে বাথরুমের ভেতর একদিন বয়সী নবজাতকের মাথাবিহীন মরদেহ কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

কাজী আল-আমিন/এমআরএম/এএসএম

Read Entire Article