ঢামেকসহ সারাদেশে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চলছে

1 month ago 10

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় অস্থিরতা চলছিল চিকিৎসা খাতে। তবে অস্থিরতা কাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় আজ থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করেছে সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতাল।

খোঁজ নিয়ে জানা যায়, আজ ঢাকা মেডিকেলসহ ঢাকার সব মেডিকেলই চলছে রুটিন নিয়মে। চলছে আউটডোর ও ইনডোর সেবা। সকাল ৮টা থেকেই চালু হয়েছে আউটডোর সেবা। হাসপাতালগুলোতে নিরাপত্তায় নিয়োজিত আছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

এর আগে দুইদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চালু হয়েছিল ঢামেকের আউটডোর সেবা। সকাল ১০টা থেকে সেনাবাহিনী-বিজিবির নিরাপত্তা বলয়ে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসক দেখাতে পারছেন রোগীরা। তবে রোগীর চাপ কিছুটা কম।

আন্দোলনের সমন্বয়ক চিকিৎসক আব্দুল আহাদ জাগো নিউজকে জানান, আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজসহ দেশের অন্যান্য হাসপাতাল থেকে আমরা চিকিৎসাসেবা পুরোদমে চালু করেছি। ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে সেনাবাহিনি, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। তবে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিরাপত্তায় যথেষ্ট সদস্য উপস্থিত নেই।

এএএম/এমআরএম/এএসএম

Read Entire Article