ঢামেকে ৬ যমজ শিশুর জন্ম, একটির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ ছয় শিশুর মধ্যে একটি মারা গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের এনআইসিইউতে মারা যায় ছেলে নবজাতকটি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নবজাতকের ফুফু ফারজানা আক্তার।
তিনি জানান, ছয় নবজাতকের মধ্যে তিনজনকে রাখা হয়েছে ঢামেকের এনআইসিইউতে, আর বাকি তিনজনকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে। এর মধ্যে ঢামেকে থাকা একটি ছেলে নবজাতক সন্ধ্যায় মারা গেছে।
এর আগে এদিন সকাল ৯টার দিকে ঢামেকের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে ছয় সন্তানের জন্ম দেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামের এক গৃহবধূ। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। এলাকায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতেন তিনি। আল্ট্রাসনোগ্রাফি করে প্রথমে জানা যায় তার গর্ভে পাঁচ সন্তান।
গত ৯ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় আসেন। সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। সবশেষ গত শনিবার রাতে ব্যথা শুরু হলে দ্রুত ঢামেকে আনা হয় প্রিয়াকে। রোববার সকালে তিনি স্বাভাবিকভাবে ছয় সন্তানের জন্ম দেন।
ঢামেকের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন দুপুরে জানান, সকালে এক মা স্বাভাবিকভাবে ৬ নবজাতকের জন্ম দিয়েছেন। শিশুগুলো অপরিপক্ব। তাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে।