ঢালাইয়ের সময় ভেঙে পড়ল চিড়িয়াখানার ছাদ, অতঃপর...

3 months ago 42

চট্টগ্রাম চিড়িয়াখানায় নির্মাণাধীন ছাদ ঢালাইয়ের সময় তা ভেঙে পড়েছে। এর সঙ্গে দেয়ালও ধসে পড়েছে। এতে পাঁচ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ফয়’স লেক এলাকায় অবস্থিত চিড়িয়াখানায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহত শ্রমিকরা হলেন- মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হাওলাদার (২৭)।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান কালবেলাকে বলেন, গতকাল রাতে চিড়িয়াখানার প্রধান গেটের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদ ও পাশের দেয়াল ধসে পাঁচ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

Read Entire Article