তওবা করে মাদক ছেড়ে দেওয়ার শপথ নিলেন তারা

2 months ago 31

মাদকের করাল গ্রাস থেকে যুব-তরুণদের মুক্ত করতে তওবা পড়িয়ে মাদকমুক্ত জীবন গড়তে উদ্বুদ্ধ করা হলো। প্রায় ৩০ জন তরুণ ও যুবক মাদক ছেড়ে সমাজ বিনির্মাণে নিজেদের সম্পৃক্ত করার শপথ নেন। ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয় সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ‘মাদককে না বলি, সকলে মিলে মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে মাদকবিরোধী এই অনুষ্ঠানের আয়োজন করেন যুগিখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রবিউল ইসলাম।

এ তরুণদের উদ্দেশে বিএনপি নেতা রবিউল ইসলাম জানান, তার নিজ গ্রাম যুগিখালী থেকে তিনি মাদকবিরোধী সামাজিক কর্মকাণ্ড শুরু করেন। এ এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। মাদকসেবী তরুণরা মাদকের অর্থ জোগাড়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছিল। তাদের মাদক ছেড়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফেরাতে গ্রামের সচেতন মানুষের সহযোগিতায় তিনি কাজ শুরু করেন। প্রায় আড়াই মাসের চেষ্টার পর মাদক থেকে ফেরানো সম্ভব হয়েছে একদল তরুণদের। এ সময় তরুণদের তওবা পড়ান স্থানীয় কারি মোহাম্মদ মুবারক।

মাদকবিরোধী এই উদ্যোগ চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

মাদক ছেড়ে সুপথে আসা কুয়াশা (ছদ্মনাম) জানান, তিনি তিন দিনে ২০ হাজারের বেশি টাকা মাদকদ্রব্য সেবনে ব্যয় করেন। কাউকে না জানিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে নেশা করতেন বন্ধুদের নিয়ে। আজ তিনি তার ভুল বুঝতে পেরেছেন বলে তওবা করেন আর মাদক সেবন করবেন না।

সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, মাদক ছাড়ার পরও তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সেই সঙ্গে অন্য মাদকসেবীদের সুপথে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান থাকবে।

মাদকবিরোধী ব্যতিক্রমী এই ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

Read Entire Article