তনু হত্যাকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত দল

4 hours ago 4

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু (১৯) হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) পিবিআই ঢাকার ৬ সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা মামলার বাদী তনুর বাবার সঙ্গেও কথা বলেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, তদন্ত চলছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার বাদী তনুর বাবা ইয়ার হোসেনের সঙ্গে কথা বলেছি। তার বক্তব্য শুনেছি।

তনুর বাবা মো. ইয়ার হোসেন জানান, তারা কুমিল্লা আদালতে হাজিরা দিতে এসেছেন।

এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ৬ সদস্যদের তদন্ত দল। বিকেল সাড়ে ৪টার পর তারা কুমিল্লা পিবিআই অফিসে যান। পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই ওং প্রু মারমা তদন্ত দলের নেতৃত্ব দেন। তিনি মামলার তদারকি কর্মকর্তা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়।

Read Entire Article