হকি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক কাজী আবু জাফর তপন জাতীয় দলের খেলোয়াড় নাঈম উদ্দিনকে বাস্টার্ড বলে গাল দিয়ে ফেডারেশনকে ঝামেলায় ফেলে দিয়েছেন। যদিও তপন সরাসরি স্বীকার করেননি তিনি বাস্টার্ড বলে গাল দিয়েছেন কিংবা দেননি। তবে তার এমন কাণ্ডে হকি ফেডারেশন কর্তারা বিব্রত। মুখ দেখাতে পারছেন না।
ফেডারেশনের কর্তারা আড়ালে-আবডালে স্বীকার করছেন বাস্টার্ড বলে গাল দেওয়াটা তপনের উচিত হয়নি। তপন আচমকা এমন একটি... বিস্তারিত