তবুও আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া

3 months ago 47

বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়েই মূলত সেমিফাইনালে যাওয়ার মূল রাস্তাটা তৈরি করে নিয়েছিলো আফগানিস্তান। তার আগে গ্রুপ পর্বেই নিউজিল্যান্ডের মত দলকে ৭৫ রানে অলআউট করেছিলো আফগানরা।

বিশ্বকাপে এমন অসাধারণ সাফল্য অর্জন করার পর আফগানিস্তান অধিনায়ক রশিদ খান আফসোস করে বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ার উচিৎ এখন আমাদের সঙ্গে সিরিজ খেলা।’

আফগানদের পক্ষ নিয়ে তখন কথা বলেছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার উসমান খাজা। তিনিও বলেছিলেন, অস্ট্রেলিয়ার উচিৎ, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অংশ নেয়।

কিন্তু এতকিছুর পরও আফগানিস্তানের সঙ্গে কোনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিক হুকলি জানিয়ে দিয়েছেন, বর্তমান তালিবান সরকার নারী অধিকার নিয়ে যে অবস্থান নিয়েছে, সে কারণেই মূলত আফগানিস্তানের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ খেলা সম্ভব নয়।

সে সঙ্গে নিক হুকলি বলেছেন, ‘দ্বি-পাক্ষিক সিরিজ নিয়ে নিয়মিত আলোচনা চলবে। আশা করছি, পরিস্থিতি সন্তোষজনক হলে ভবিষ্যতে যে কোনো সময় আমরা পরস্পরর দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে পারবো।’

আইএইচএস/

Read Entire Article