যারা বাংলাদেশের ইতিহাসকে শুধু পৃষ্ঠা নয় স্পন্দনের মত পড়ে থাকেন, তাঁদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীরউত্তম) নামটি এক অনিবার্য উচ্চারণ। একদিকে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক, অন্যদিকে দেশের রাজনীতির এক অনন্য রূপকার। তাঁর উত্থান কেবল একটি সময়ের প্রয়োজনে নয়, বরং ছিল একটি দিকহারা জাতির জন্য কাঙ্খিত দিকদর্শন। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন শুধুমাত্র একটি অতীত অধ্যায় নয়, বরং তা... বিস্তারিত