তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়া হবে : হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আমরা একঝাঁক তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া জামিয়া সুলতানিয়া রশীদিয়া দারুল উলম মাদ্রাসা মাঠে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মো. হারুনুর রশিদ বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনা এবং ৩১ দফার কথা জানিয়ে দেওয়া। কারণ গত দেড় দশকে বিগত সরকার দেশকে উন্নয়নের কথা বলে শুধু লুটপাটই করে গেছে। গত ১৭ বছরে আমাদের মেধাবী তরুণরা চাকরি পায়নি, তাদের চাকরির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষি থেকে শুরু করে সকল সুযোগ-সুবিধাগুলো সবার দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আমি অতীত নিয়ে কথা বলতে চাই না, শুধু বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ যদি বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। প্রতিটি ক্ষেত্রে সুষম বণ্টন ও উন্নয়ন হবে। নারী-পুরুষ সবার অধিকার নিশ্চিত হবে।

তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়া হবে : হারুনুর রশিদ
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আমরা একঝাঁক তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া জামিয়া সুলতানিয়া রশীদিয়া দারুল উলম মাদ্রাসা মাঠে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মো. হারুনুর রশিদ বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনা এবং ৩১ দফার কথা জানিয়ে দেওয়া। কারণ গত দেড় দশকে বিগত সরকার দেশকে উন্নয়নের কথা বলে শুধু লুটপাটই করে গেছে। গত ১৭ বছরে আমাদের মেধাবী তরুণরা চাকরি পায়নি, তাদের চাকরির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষি থেকে শুরু করে সকল সুযোগ-সুবিধাগুলো সবার দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আমি অতীত নিয়ে কথা বলতে চাই না, শুধু বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ যদি বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। প্রতিটি ক্ষেত্রে সুষম বণ্টন ও উন্নয়ন হবে। নারী-পুরুষ সবার অধিকার নিশ্চিত হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এদেশের সকল জনগোষ্ঠী স্বল্পমূল্যে খাদ্যপণ্য পাবে।  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক এ সম্পাদক বলেন, শিক্ষা ব্যবস্থার জন্য একটি সার্বজনীন কাঠামো তৈরি করা হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল তথা আপনাদের দল বিএনপিকে দেশ সেবার সুযোগ দিন। সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা মহিলা দলের সদস্য অ্যাডভোকেট রোকেয়া বেগম শেফালি, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow