তরুণরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তারাই বৈষম্য দূর করবে

3 months ago 64

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জল যার জলা তার, এ নীতি বাস্তবায়নে আমরা কাজ করবো। তরুণরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তারাই সব বৈষম্য দূর করবে।’

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বাওড়ের অধিকার ফিরিয়ে দিতে আমি ভূমি মন্ত্রণালয়সহ সরকারের সব দপ্তরে কথা বলব। বাওড়ের প্রকৃত মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের দুর্দশা দূর করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেন উপস্থিত ছিলেন।

মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের প্রতিনিধিরা ইজারা পদ্ধতি বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বাওড় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

শাহজাহান নবীন/আরএইচ/এমএস

Read Entire Article