তরুণীকে অপহরণের দায়ে চারজনের যাবজ্জীবন

9 hours ago 5

জামালপুরে এক তরুণীকে অপহরণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) দুপুরে জামালপুর জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মুন্নার ছেলে মজনু মিয়া (২৫), একই গ্রামের মো. ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭),  রান্ধুনীগাছা গ্রামের মরহুম হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯) এবং ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৪০)।

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় ভুক্তভোগী তরুণী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার সময় জামালপুর সদর উপজেলার রশিদপুর বাজারের পশ্চিম পার্শে থেকে মামলার এজাহারভুক্ত আসামিরা জোর পূর্বক ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যায়। 

১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই বছরের ২৭ এপ্রিল মজনু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৭ ধারায় মমিন মিয়া এবং একই আইনের ৭/৩০ ধারায় হানিফ খন্দকার, মমিন মিয়া, জহুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

যুক্তিতর্ক উপস্থাপন এবং চারজন স্বাক্ষীর সাক্ষ্য শেষে ৪ বছর মামলা চলার পরে চূড়ান্ত রায়ে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড  এবং প্রত্যেককে ৫০ হাজার করে টাকা জরিমানা করেছে। জরিমানার টাকা ভুক্তভোগী পাবে বলে রায়ে উল্লেখ করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফজলুল হক বলেন, রায়ে ভুক্তভোগীর পরিবার এবং রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছে।

Read Entire Article