তল্লাশির সময় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

1 week ago 10

চট্টগ্রামে চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশির সময় হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন- মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, তল্লাশিতে নিয়োজিত পাঁচ পুলিশ সদস্যের ওপর তারা চড়াও হন। এ সময় পুলিশ সম্পর্কে চিৎকার করে বিভিন্ন নেতিবাচক কথা বলতে শোনা যায় তাদের। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের আঘাত করেন।

চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ কালবেলাকে বলেন, হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- চান্দগাঁও থানার এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।

তিনি আরও বলেন, হামলার পর দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

Read Entire Article