‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির সঙ্গে জড়িত মূলহোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ জুন) ডিবির (দক্ষিণ) যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, তাণ্ডব সিনেমা পাইরেসির সঙ্গে জড়িত মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে ১৭ জুন নোয়াখালীর মাইজদী এলাকা থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির অভিযোগে টিপু সুলতান (৩৫) নামের একজনকে গ্রেফতার করে নোয়াখালী ডিবি পুলিশ।
জানা গেছে, এবারের ঈদুল আজহায় রায়হান রাফীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান ও সাবিলা নূর জুটির ‘তাণ্ডব’ সিনেমাটি।
টিটি/এমআইএইচএস/এএসএম