‘তাণ্ডব’ সিনেমার টাইটেল গানে ঝড় তুললেন শাকিব খান

3 months ago 43

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী নির্মিত এ সিনেমার টিজার এরই মধ্যে আলোড়ন ফেলেছে দর্শকদের মাঝে। বিশেষ লুকে শাকিবের উপস্থিতির সঙ্গে চমকপ্রদ অ্যাকশন দর্শকদের কৌতূহল কয়েকগুণ বাড়িয়েছে।

বুধবার (২৮ মে) ইউটিউবে প্রকাশিত হলো সিনেমাটির টাইটেল সং -‘তাণ্ডব’। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওর পুরোটাতেই ফুটে উঠেছে শাকিব ঝড়! বিটে বিটে চলেছে অ্যাকশন ও ধ্বংসের পাঁয়তারা।

দর্শক-শ্রোতাদের মনে উন্মাদনা সৃষ্টির মতো বিট শোনা যায় গানের শুরুতেই। যা টিজারে কিছুটা শোনা গিয়েছিল। এবার সেই ভয়ানক ও রোমাঞ্চকর সাউন্ডস্কেপটি পুরোপুরি পেলেন দর্শক-শ্রোতারা।

ভিডিওটির মিউজিক কম্পোজ করেছেন তানভির আহমেদ। কণ্ঠ ও সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।

এটি প্রকাশ করে আলফা আইয়ের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তাণ্ডবের টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক— মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাস-উত্তেজনাও চোখে পড়ার মতো। অনেকে বলছেন, গানটি দুর্দান্ত হয়েছে। কারো কারো মতে, গানেও তাণ্ডব চালালেন শাকিব। কেউ বলছেন, তাণ্ডবের গানও হিট, তাণ্ডবও হবে হবে সুপারহিট।

গত বছর ‘তুফান’ সিনেমার সাফল্যের পর ‘তাণ্ডব’র মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও এক হলেন নির্মাতা রায়হান রাফী।

এমআই/এমএমএফ/এএসএম

Read Entire Article