তানভীর নামের একজন প্রতিবন্ধী তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বয়স আনুমানিক ২০ বছর।
তানভীর গত ৩১ মে গাইবান্ধার পশালবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয়ভাবে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
তানভীর মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে পাশের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে যেতেন এবং রাতে বাসায় ফিরে আসতেন।
তানভীর একটু একটু কথা বলতে পারেন কিন্তু নিজের নাম ঠিকানা বলতে পারেন না। তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে মনোযোগের সঙ্গে শোনেন, মাথা নাড়িয়ে জবাব দেন, অনেক ক্ষেত্রে হাসেন।
বাসা থেকে বের হওয়ার সময় তানভীরের পরনে ছিল গ্রামীণ চেকের ট্রাউজার ও কালো রঙের গেঞ্জি (টি শার্ট)। গেঞ্জির বুকে Music লেখা আছে। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা প্রায় পাঁচ ফুট।
তানভীরের বাবার নাম আনিছুর রহমান, মায়ের নাম শিউলি বেগম।
কোনো হৃদয়বান ব্যক্তি তানভীরের খোঁজ পেলে নিম্নবর্ণিত মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার। মোবাইল নম্বর ০১৩১৯১০৫১৩৯ ও ০১৩০০১৭৪৮৩৪
আরএমএম/এমএমএআর/এমএস

 4 months ago
                        63
                        4 months ago
                        63
                    








 English (US)  ·
                        English (US)  ·