তাপসের ২৭ ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

2 weeks ago 8

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

এসব ব্যাংকে ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার লেনদেন করা হয়েছে। আরও ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। 

এ ছাড়া তাপসের স্ত্রী আফরিন তাপসের ৯টি ব্যাংকে ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা লেনদেন ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। যা অস্বাভাবিক বলে মনে করছে দুদক।

এছাড়াও আফরিন তাপসের জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার সম্পদের সন্ধান পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

তা ছাড়া পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমানে বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক।

Read Entire Article