তামিম ইকবালকে সতীর্থদের বিদায়ী বার্তা

2 hours ago 5
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটেছে। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ার শেষে তার বিদায় উপলক্ষে সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আবেগঘন শুভেচ্ছা ও স্মৃতিচারণা করেছেন। তামিমের প্রতি এই বার্তাগুলো তার ক্যারিয়ারের প্রভাব ও অবদানকে সুন্দরভাবে তুলে ধরেছে। সৌম্য সরকার, যিনি তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে ৮১ ইনিংসে খেলেছেন, ফেসবুকে লেখেন, ‘অবসর মানে সবকিছুর শেষ নয়; বরং এটি নতুন এক অধ্যায়ের সূচনা। সামনের অভিযাত্রা উপভোগ করুন। মাঠে আপনাকে মিস করব।’ সৌম্যর এই বার্তায় ছিল তামিমের প্রতি শুভকামনার স্পষ্ট বার্তা।  জাতীয় দলে তামিমের আগে থেকে থাকা মুশফিকুর রহিম লেখেন, ‘তামিম, তোমার অর্জনের জন্য আমি গর্বিত। তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ দূত ও বিশ্বমানের ব্যাটার। বিশেষ করে দুবাইয়ে ভাঙা আঙুল নিয়ে ব্যাট করার দৃঢ়তা দেশের প্রতি তোমার নিবেদনকে স্মরণ করিয়ে দেয়।’ মুশফিক তার বার্তায় তামিমকে একজন বন্ধু হিসেবে পাওয়ার কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।  মাহমুদউল্লাহ রিয়াদ স্মৃতিচারণায় বলেন, ‘ তোমার সঙ্গে খেলাটা সব সময়ই আনন্দের ছিল। আমাদের একসঙ্গে ব্যাট করার এই শেষ ছবিটি আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।’ তিনি তামিমের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।  জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম তার বার্তায় উল্লেখ করেন, ‘আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি হলো। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে আপনার অর্জন ও নেতৃত্বের কারণে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’ তামিম ইকবাল, যিনি তিন ফরম্যাটে ৩৮৭ ম্যাচ খেলে ১৫১৯২ রান করেছেন, নিজের বিদায়বার্তায় লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’ তার এই বার্তা কেবল ভক্ত নয়, সতীর্থদেরও আবেগপ্রবণ করে তুলেছে। তামিমের বিদায়ে বাংলাদেশের ক্রিকেটে এক সোনালি অধ্যায় শেষ হলো। তার অসাধারণ পারফরম্যান্স, নেতৃত্ব, এবং দলীয় সাফল্যে অবদান তাকে স্মরণীয় করে রাখবে।
Read Entire Article