তামিমকে নিয়ে সেই পরিচালকের নতুন পোস্ট, ব্যবস্থা নেবে বিসিবি

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক যখন উত্তপ্ত, তখন সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। শুক্রবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাজমুল ইসলাম দাবি করেন, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ দলের ভারতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ক্রীড়া উপদেষ্টা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন। এমনকি পররাষ্ট্র উপদেষ্টাও এ বিষয়ে সমর্থন জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ওই পোস্টে নাজমুল ইসলাম লেখেন, এমন পরিস্থিতিতে দেশের জনগণের অনুভূতির বাইরে গিয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা একজন ‘লেজেন্ডারি ক্রিকেটার’—যা তার ব্যক্তিগত মতামত বলেও উল্লেখ করেন। এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুর সিটি ক্লাবে

তামিমকে নিয়ে সেই পরিচালকের নতুন পোস্ট, ব্যবস্থা নেবে বিসিবি

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক যখন উত্তপ্ত, তখন সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।

শুক্রবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাজমুল ইসলাম দাবি করেন, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ দলের ভারতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ক্রীড়া উপদেষ্টা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন। এমনকি পররাষ্ট্র উপদেষ্টাও এ বিষয়ে সমর্থন জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ওই পোস্টে নাজমুল ইসলাম লেখেন, এমন পরিস্থিতিতে দেশের জনগণের অনুভূতির বাইরে গিয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা একজন ‘লেজেন্ডারি ক্রিকেটার’—যা তার ব্যক্তিগত মতামত বলেও উল্লেখ করেন।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুর সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশ্বকাপ ইস্যুতে নিজের মতামত দেন তামিম ইকবাল। তিনি বলেন, বাংলাদেশের আয়ের প্রায় ৯০ থেকে ৯৯ শতাংশ আসে আইসিসি থেকে, ফলে সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। তামিম আরও বলেন, হুটহাট ও প্রকাশ্য মন্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তোলে, বরং বোর্ড ও সরকার অভ্যন্তরীণভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেটি জনসমক্ষে আনা উচিত।

এই বক্তব্যের পর তামিমের ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে নাজমুল ইসলাম তাকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে উল্লেখ করেন। তবে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি ওই স্ট্যাটাসটি ফেসবুক থেকে মুছে দেন। যদিও এর আগেই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। এবারের আইপিএলের মিনি নিলাম থেকে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আপত্তির মুখে বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়। এরপর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অনাগ্রহ প্রকাশ করে বিসিবি এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় আইসিসিকে।

নাজমুল ইসলামের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয় ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। কোয়াব বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি পাঠিয়ে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এই ঘটনার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার ইঙ্গিত মিলেছে। এখন দেখার বিষয়, এই বিতর্কিত মন্তব্যের জেরে এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow