তামিমেরর সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

17 hours ago 6

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো অপেক্ষায় তামিম ইকবালের সিদ্ধান্তের জন্য। সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা বৈঠকের পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে তামিম দুই-তিন দিন সময় চেয়েছেন।  

আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করে আইসিসিতে জমা দিতে হবে। যদিও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল, তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দিকে ঝুঁকছেন। এমনকি সম্প্রতি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তামিমের এমন মন্তব্য পাওয়া গেছে।  

আজকের প্রথম বৈঠকে তামিম তার অবসরের মনোভাব ব্যক্ত করলেও, দ্বিতীয় দফা আলোচনায় কিছুটা ইতিবাচক মনোভাব দেখান। তিনি পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।  

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, খেলোয়াড়দের সিদ্ধান্তে বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভূমিকা থাকে। আমরা তামিমের সঙ্গে কথা বলেছি এবং তাকে সময় দিয়েছি। তার উত্তর পাওয়ার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।  

সূত্র জানিয়েছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের কয়েকজন ক্রিকেটারও তামিমকে দলে ফেরার জন্য অনুরোধ করেছেন।  

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি নিয়ে কোনো নির্দেশনা এসেছে কি না জানতে চাইলে প্রধান নির্বাচক জানান, সাকিবের বোলিং অ্যাকশন এখনো বৈধতার ছাড়পত্র পায়নি। বার্মিংহামের পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর চেন্নাইয়ে নতুন পরীক্ষা দেওয়া হয়েছে, যার ফলাফল এখনো আসেনি।  

বিসিবি তামিম ইকবালের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে তার দলে থাকা বা না থাকা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। 

Read Entire Article