গোটা সামার অ্যাথলেটিকসে সবার নজর ছিল ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে। কারণ সেখানে দেশের তারকা অ্যাথলেটরা অংশ নিয়েছেন-ইমরানুর রহমান, শিরিন আক্তার, সুমাইয়া দেওয়ানদের মতো স্প্রিন্টাররা ছিলেন আলোচনার কেন্দ্রে। তবে তাদের মাঝ থেকে আলো কেড়ে নিলেন নৌবাহিনীর এক অ্যাথলেট, নড়াইলের মেয়ে রিনকী বিশ্বাস। তিন দিনে চার ইভেন্টে জাতীয় রেকর্ড গড়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম... বিস্তারিত