তারিক সামিনের তিনটি কবিতা

4 months ago 56

তোমার-আমার পার্থক্য

কী আশ্চর্য এক গভীরতা
প্রশান্তি আছে তোমার মাঝে,
আর—
কী আশ্চর্য এক অস্থিরতা
বিরাজ করে আমার মাঝে।
তুমি কত শান্ত প্রেমময়ী বাস্তববাদী
আর—
আমি কী ভাববাদী রূপকময়ী!
তুমি যখন আকাশের মত বিস্তৃত হও
তখন আমি সাগরের গভীরতা খুঁজি,
বিপ্লব বিদ্রোহ আর বাঁধভাঙা আমার নীতি
বাঁধন বশীকরণ আর সম্মোহন তোমার রীতি।
আমি ভেঙে গড়তে চাই
মরে চাই বাঁচতে;
তুমি নিশ্চয়তা চাও
আর চাও ভালোবাসতে।

****

অপেক্ষার প্রহর

সেটা ছিল আমারই কথা
আমারই অভিলাষ
তুমি ভেঙে দিলে
জানলে না তার ইতিহাস।
সেটা ছিল আমারই প্রেম
আমার অবলম্বন,
তুমি তারে টেনে নিলে
বুঝলে না সময়ক্ষণ।
সেটা ছিল আমারই প্রতীক্ষা
তুমি বুঝলে না তাই চলে গেলে
কিংবা এলে না,
কত শব্দ শোনা যায়
তোমার পায়ের শব্দ শুনতে পেলাম না। 

****

আল্পসের পাদদেশে বৈকালিক ভ্রমণ

শস্যক্ষেত, সূর্যমুখী ফুলের বাগান
তার পাশ দিয়ে চলছে এক দেবী।
শস্যক্ষেত, তার মাঝে মেঠোপথ
সেই পথে চলছে এক কবি।
শস্যক্ষেত, তার পাশে গাছের ঝোপ
কিচিরমিচির করছে অগণিত পাখি।
প্রথম দিন,—প্রথম দেখা
পঞ্চম দিন,—দ্বিতীয় দেখা
সপ্তম দিন,—তৃতীয় দেখা
সব সময় একই কথা,—‘শুভ অপরাহ্ন’
তিনি ইংরেজি জানেন না, আমি জানি না ফরাসি।
অথচ আমরা জানি, আমরা চাই, আমরা একে অপরকে ভালোবাসি।
শস্যক্ষেত, গোধূলি সন্ধ্যা, আকাশে উড়ছে কত পাখি।
আমাদের ভালো লাগা অব্যক্ত রইলো,
‘বিদায়’ বললো,—করুণ আঁখি।

এসইউ/এমএস

Read Entire Article