তারুণ্যের উৎসব ঘিরে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান

1 day ago 5

‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সিলেটে শুরু হয়েছে সাত দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান।

বুধবার (২২ অক্টোবর) সকালে জল্লাদিঘী ওয়াকওয়ে সংলগ্ন দিঘি পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী।

সিলেট সিটি করপোরেশন, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) ও নরওয়ের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে খান মো. রেজা-উন-নবী বলেন, ‘প্লাস্টিক ও পলিথিনে ভরাট শহরের জলাধারগুলো পরিষ্কার করলে মশার প্রজনন বন্ধ হবে, পানির প্রবাহও স্বাভাবিক হবে। তারুণ্যের উৎসব উপলক্ষে আমরা শহরের খাল ও ছড়া পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। তরুণরাই সমাজের মূল শক্তি। তাদের হাত ধরেই গড়ে উঠবে পরিচ্ছন্ন সিলেট।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘এক সময় সিলেটে অসংখ্য দিঘি ও জলাশয় ছিল, যা দখল ও ময়লার কারণে এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আমরা মাছুদিঘি পরিষ্কারের পর এবার জল্লারপাড়ে অভিযান শুরু করেছি। ধীরে ধীরে শহরের সব জলাধার দখলমুক্ত ও পরিষ্কার করা হবে।'

সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয়ে চলমান এই অভিযানে অংশ নিচ্ছে ২২ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

আহমেদ জামিল/এএইচ/এমএস

Read Entire Article